বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

উদ্বোধনী ম্যাচে  প্রথম সেঞ্চুরি জহুরুলের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

উদ্বোধন হলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের ২০১৮-১৯ এর মৌসুম।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। 

আসরের উদ্বোধনী ম্যাচেই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করলেন আবাহনী লিমিটেডের হয়ে খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অপি। তার সেঞ্চুরিতে ভর করে বিকেএসপির বিপক্ষে ২১৬ রানের সংগ্রহ পেয়েছে আবাহনী।
 
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষপর্যন্ত অপরাজিত থেকেছেন জহুরুল। খেলেছেন লিস্ট 'এ' ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১২১ রানের ইনিংস। ১৪৭ বলে ১৩ চার ও ১ ছয়ের মারে এ রান করেছেন ৩২ বছর বয়সী জহুরুল।

দলীয় ৫৩ রানের মাথায় ৪র্থ উইকেটের পতনের পর ১১২ রানের জুটি গড়েন জহুরুল ও সাঈফউদ্দীন। ৮০ বলে ৬ চারের মারে ৫৫ রান করে সাঈফউদ্দীন ফিরে গেলে শেষপর্যন্ত দলকে ৯ উইকেটের বিনিময়ে ২১৬ রান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন তিনি।

দিনের অন্যান্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার তানজিদ হাসান ৬৪, আনিসুল ইসলাম ৪৭, তিনে নামা সজীব হোসেন ৬১* এবং মিনহাজ খানের ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস।

বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে লড়েছেন ব্রাদার্স ইউনিয়নের তারকা ইয়াসির আলি রাব্বি। 
 
চট্টগ্রামের এ তরুণের ৬৯ বলে ৫ চার ও ২ ছয়ে সাজানো ৬৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২২০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ব্রাদার্স।