রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৩৬৫৬টি মামলা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৬৫৬ টি মামলা ও ১৮,২৭,২০০ টাকা জরিমানা আদায় ও অভিযানকালে ১৬টি গাড়ি ডাম্পিং ও ৪৮৩টি গাড়ি রেকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
শুক্রবার (২১ ডিসেম্বর) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি'র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬ টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।
সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬০২ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৯টি মামলা দেওয়া হয়।
উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।
