বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

উত্তরার কাছে ধরা খেল শেখ জামাল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

শুরু হলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের ২০১৮-১৯ এর মৌসুম। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় মোট তিনটি খেলা। 
শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেএসপিকে ৬০ রানে হারিয়ে ডিপিএল মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। 

অপরদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।
 
শেষ ৭ বলে শেখ জামালের দরকার ছিল ১১ রান, হাতে ছিল ২ উইকেট। তখনও বোঝা যাচ্ছিল না, এই ম্যাচে জিততে যাচ্ছে কোন দল। কিন্তু উত্তরা স্পোর্টিং দারুণ বোলিং করে ম্যাচটা বের করে নিলো। 

শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৪৯ রান তুলতে পেরেছিল উত্তরা স্পোর্টিং। দুই ওপেনার তানজিদ হাসান আর আনিসুল ইসলাম ইমন উদ্বোধনী জুটিতেই তুলেন ১১৩ রান। টানা দুই ওভারে দুজনকে ফেরান তানবীর হায়দার। ইমন ৭৫ বলে ৪৭ আর তানজিদ সমান বলে করেন ৬৪ রান।

এরপর রাজা আলি দার ১৮ রানেই ফিরে যান। তবে চতুর্থ উইকেটে মিনহাজ খানকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন সজীব হোসাইন। মিনহাজ ৩৮ করে ফিরলেও সজীব অপরাজিত ছিলেন ৬১ রানে।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল শেখ জামাল। ৩ উইকেটে তারা তুলে নেয় ১৪৯ রান। কিন্তু নাসির হোসেন ৪৮ রান করে ফেরার পরই আর এগুতে পারেনি দলটি।

হাল ধরা নুরুল হাসান ৪৫তম ওভারে ৬৫ রান করে আউট হন। ৩৫ বলে তখন ৪৭ রান দরকার শেখ জামালের। জিয়াউর রহমান ২৭ বলে ২৭ করেন। কিন্তু শেষের ব্যাটসম্যানরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি।
 
২০ বলে ২৮ রান করে ইলিয়াস সানি যখন আউট হয়েছেন, ইনিংসের মাত্র ২ বল বাকি তখন। জামালের দরকার ছিল ১০ রান। ওই ২ বলে কোনো রানই আসেনি। ৫০ ওভার শেষে ৯ উইকেটে দলটি থামে ২৪০ রানে।

উত্তরা স্পোর্টিয়ের আবদুর রশিদ ৪৪ রান দিয়ে নেন ৩ উইকেট।