শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ইভিএমে জালিয়াতি করার সুযোগ থাকবে না : সিইসি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

নির্বাচনী পরিবেশ ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শুক্রবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষকদের কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচনের আচরণবিধি তৈরি করতে হয়, আইন প্রণয়ন করতে হয়। আমাদের কঠোর পদক্ষেপ নিতে হয় তারপরও সামাল দেওয়া যায় না। পরিবেশ-পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার।

কেএম নূরুল হুদা বলেন, আমরা এখন চিন্তা করছি ইভিএম শুরু করে দেবো, তাহলে সেখানে আর জালিয়াতি করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের কোনও পক্ষ নেই। তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। কে কোন দল করে, কার কোন মত, কে কার আত্মীয়, কার প্রভাব বেশি, কার কি রাজনৈতিক পরিচয় এসব বিবেচ্য বিষয় হবে না।