বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আর্মি ক্যাপে মাঠে কোহলিরা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

রাঁচির ঝারখন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। মাঠটি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হোমগ্রাউন্ড। প্রায় তিন বছর পর এ মাঠে অস্ট্রেরিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন ধোনি।
দেশের সম্মানজনক লেফট্যানেন্ট কর্নেল খেতাব পাওয়া ধোনি খেলার আগে সিদ্ধান্ত নিয়েছেন রাঁচিতে সিরিজের তৃতীয় ম্যাচটি আর্মি ক্যাপ পরে খেলবেন। ম্যাচ শুরুর আগে তাই নিজ হাতে কোহলি-রোহিতদের আর্মি ক্যাপ তুলে দিয়েছেন ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির এ ক্যাপ দেয়ার ভিডিও আপলোড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে তারা লিখেছে, ‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের স্মরণে টিম ইন্ডিয়া আজকে আর্মি ক্যাপ পরে খেলবে। এছাড়াও দেশের মানুষকে জাতীয় প্রতিরোধ ফান্ডের জন্য অনুদান দিতে অনুপ্রাণিত করাও ভারতীয় দলের লক্ষ্য। যাতে করে শহীদ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেয়া যায়।’
 
ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা সেনা সদস্যদের প্রতি ধোনির অগাধ ভালোবাসার কথা স্মরণ করে দিয়ে বলেন, ‘এটা কোনো অবাক করার মতো ঘটনা নয় যে আর্মি ক্যাপ পরে খেলার কাজটি লেফট্যানেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনির হোমগ্রাউন্ডেই হচ্ছে। এটা শুধুমাত্র বিশেষ কোনো অনুষ্ঠান নয়, একটা দায়িত্বপূর্ণ ঘটনাও বটে। আমি নিশ্চিত খেলা ছাড়ার পরেও ধোনি নিজেকে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রাখবেন।’

বিশেষ এই আর্মি ক্যাপ পরার ব্যাখ্যায় টসের সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘এটা একটা বিশেষ ক্যাপ। আমরা এর মাধ্যমে পুলওয়ামাতে হামলার শিকার হয়ে নিহত সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানানোর এবং তাদের পরিবারের পাশের দাঁড়ানোর চেষ্টা করছি। আমি, ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেশের সবাইকে অনুরোধ করবো যেন সবাই ন্যাশনাল ডিফেন্স ফান্ডের জন্য যথাসাধ্য অনুদান দেন, যাতে করে নিহত সেনা সদস্যদের সন্তানদের পড়ালেখার কাজে তা ব্যয় করা যায়।’