শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

‘রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করা হবে’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া খুব শীঘ্রই সকল প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকার নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। তাছাড়া তৃণমূলে সংস্কৃতি চর্চা বিকাশ ও প্রসারে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার ( ৮ মার্চ) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গল মিউজিক (আইসিবিএম) আয়োজিত দুই দিনব্যাপী (৮-৯ মার্চ) আইসিবিএম মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইসিবিএম এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান। আইসিবিএম এর মহাসচিব সাকিলুর রহমান সোহাগ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ড. আখতারুজ্জামান বলেন, সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী পেশাদার শিল্পীদের একাডেমিক উচ্চমানে পৌঁছানোর জন্য এ সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে একাডেমিক ডিগ্রীধারীদের প্রায়োগিক দিক ও উচ্চ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সেন্টারটি অনুঘটক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে আইসিবিএম এর ওয়েবসাইট, সিডি, জার্নাল ও ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।