আম্বানিকন্যার বিয়েতে কত আয় বিয়ন্সের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকন্যার বিয়ে বলে কথা। আর সেই বিয়ের আগে সঙ্গীতানুষ্ঠানে বিশ্বের সেরা শিল্পী অংশ নেবেন- এটাই স্বাভাবিক। এ উপলক্ষে সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন গ্র্যামিজয়ী বিয়ন্সে নোয়েলস।
এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য যে পরিমাণ তিনি আয় করেছেন, এ তথ্য জানলে অবাক হবেন বটে!
হিন্দুস্তান টাইমস জানায়, উদয়পুরে ইশা অম্বানির প্রাক-বিয়ে থেকেই বসেছিল চাঁদের হাট। বলিউডের রথি-মহারথী ছাড়াও সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ভারতের ধনকুবের লক্ষ্মী মিত্তাল, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, মিডিয়া মোগল আরিয়ানা হাফিংটন, সৌদি আরবের মন্ত্রী খালিদ আল ফালি প্রমুখ।
তবে প্রাক-বিয়ের আসরে বড় চমক ছিল গায়িকা বিয়ন্সের উপস্থিতি। এদিন গানের সঙ্গে শরীরী লাস্যে আগুন ঝড়ান তিনি।
জানা গেছে, এই শিল্পীকে আনতে মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ২১-২৮ কোটি রুপির মতো।
বুধবার নিজেদের বিলাসবহুল বাড়ি ‘আনতিলিয়া’তে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইশা অম্বানি।
