বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

শাড়ির সঙ্গে খোঁপা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা শাড়ি পরতে পছন্দ করি। শাড়ির সঙ্গে প্রয়োজন হয় একটু বাড়তি সাজ। সাজে-মেকআপের বিষয়ে অনেকেই মোটামুটি এক্সপার্ট। তবে চিন্তা শুরু হয় চুল নিয়ে। 

 

সব সময় সামনে একটু ফুলিয়ে ব্লো-ডাই করে ক্লিপ দিয়ে আটকে নিয়ে বেরিয়ে যান? এবার না হয় সহজ একটা খোঁপা করাই শিখে নিন। চুলের স্টাইল বদলে মুহূর্তেই পেয়ে যাবেন নতুন লুক। 

খুব সহজে বাঁধা যায় এই খোঁপার নাম ফ্লাওয়ার ব্রাইড। প্রথমে মাথার দু’পাশে কিছু চুল ছেড়ে রাখুন। এবার পেছনের চুল নিয়ে দু’টি বেণি করুন। বেণি একটু মোটা হলে ভালো লাগবে। কিন্তু চুল কম হলে বেণি করে একটু আলগা করে দিন। 

একটা বেণির সঙ্গে আরেকটা পেঁচিয়ে গোল করে ক্লিপ লাগান। এবার সামনের দুদিকের অংশের চুলে আরও দু’টি বেণি করে নিন। দুদিকের বেণি নিয়ে আগের গোল করে ফুলের মতো খোঁপার চারপাশে জড়িয়ে ক্লিপ দিয়ে আটকে দিন। 

হয়ে গেল পার্লারের মতো খোঁপা বাঁধা। চাইলে কিছু ছোট ছোট স্টোন, প্রজাপতি বা ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন।