মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

সময়ের সঙ্গে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে প্রতিদিন। সমস্যা আর সম্ভাবনার হাতছানি চারদিকে। এর মাঝেও আসে সফলতা।

 

আপনার সাফল্যের উদ্যমকে আরো একটু বাড়িয়ে দিতে পারে এই ৫টি উক্তি-

১. আপনার আর নতুন করে হারানোর কিছু বাকি নেই। এই সমাজটা আপনাকে নগ্নভাবে দেখে নিয়েছে। তাই শুধু মনের কথা শুনুন। এগিয়ে যান। আপনার নগ্নতা ঠিক পোশাকে ঢেকে যাবে। - স্টিভ জোবস

২. আপনার শরীরই হোক অথবা মন, কোনো জায়গায়ই সীমাবদ্ধতা রাখবেন না। নিজেকে সীমার ওই পাশে নিয়ে যাওয়ার জন্য লড়াই কীসের! কোনো সীমাই তো নেই। - ব্রুস লি

৩. শত্রুকে ক্ষমা করে দাও। কারণ তুমি বড় মনের মানুষ তাই নয়। কারণ শত্রুদের নিয়ে ভাববে, এতটা পিছিয়ে পড়া মানুষই তো তুমি নও। - অস্কার ওয়াইল্ড

৪. আপনি তো মানুষ। পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্রটা জন্মসূত্রে পেয়ে গেছেন। অস্ত্রটা হল হাসি। আজ থেকে হাসতে থাকুন। হাসি দিয়েই গোটা পৃথিবীটা জয় করে নিন। - মার্ক টোয়েন

৫. একটা গাছ লাগানোর জন্য তোমার কাছে আদর্শ সময় ছিল, ঠিক ২০ বছর আগে। আবার গাছ লাগাতে চাও? তাহলে সঠিক সময় হবে এটাই।