বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

প্রাইজমানি র‌্যাংকিং টিটিতে সেরা সোমা ও হৃদয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিসের মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবাহনী লিমিটেডের সোনম সুলতানা সোমা এবং পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন পাললিক গ্রুপের মোতাসিন আহমেদ হৃদয়।

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা এককের ফাইনালে আবাহনীর সোনম সুলতানা সোমার সঙ্গে তীব্রপ্রতিদ্বন্দ্বীতা গড়েও পারেননি নড়াইলের মৌমিতা আলম রুমি। সোমা ৪-৩ সেটে রুমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

 

পুরুষ এককের ফাইনালে পাললিক গ্রুপের মোহতাসিন আহমেদ হৃদয় ৪-২ সেটে শেখ রাসেলের ইমরান হোসেন হৃদয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন, সহসভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনোয়ার কবির চৌধুরী বাবু।