বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডুফা-ওয়ালটন সিক্স-এ সাইড ক্রিকেট ৮ মার্চ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা ব্যাপক। একদিনের মধ্যে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইলে সিক্স-এ সাইড’ই সবচেয়ে বড় ভরসা। সে কারণেই ৮ মার্চ (শুক্রবার) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। পাওয়ার্ড বাই হিসাবে থাকছে আইসক্রিম ব্র্যান্ড ইগলু। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে শুক্রবার টুর্নামেন্টের খেলা শুরু হবে সকাল ৮টা থেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাংসদ নাঈমুর রহমান দুর্জয় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। বিশেষ অতিথি থাকবেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে ডুফার ঢাকা অঞ্চলের ৬টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে মুখোমুখি হচ্ছে খিলগাঁও ডায়নামাইটস, শের-এ মোহাম্মাদপুর এবং উত্তরা লায়ন্স। গ্রুপ ‘বি’ তে অংশ নিচ্ছে বনশ্রী এভেঞ্জারর্স, মিরপুর টাইগার্স এবং রমনা রাইডার্স। এছাড়া ওয়ালটন কর্পোরেট টিমের সঙ্গে ডুফা সদস্যদের মধ্যেও একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডুফার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মাহবুবুর রহমান লিটু, ক্রীড়া সম্পাদক ও সদস্য সচিব বায়েজিদ সিকদার এবং সহ-আহ্বায়ক সুজন মাহমুদ জানান, ডুফার সব সদস্যের বয়স ৪২-৪৩ বছর; কিন্তু এ বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনে ভালো ক্রিকেট খেলতো এমন বন্ধুদের দলে ভেড়ানোর জন্য ঢাকার বাইরে থেকেও বন্ধুদের নিয়ে আসছেন।

টুর্নামেন্টকে সফল করতে ড্যানিশ, মি: নুডুলস, টেস্ট্রিট্রিট, অলটাইম, অরভিল এগ্রো ক্যামিকেল, জেড এন্ড কে ইন্ডাস্ট্রিজ, অলওয়েল বিডি লিমিটেড এবং ভাইসব ডিজিটাল প্রভৃতি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা (ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স) ইতিমধ্যে নানাবিধ সামাজিক সচেতনতা ও সামাজিক দায়বন্ধতামূলক কাজ করে প্রশংসিত হয়েছে।