শিশির থাকায় বোলিং সহজ ছিল না: সাকিব
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে রানের পাহাড় গড়ে বোলারদের চিন্তা কিছুটা কমিয়ে দেয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের পুঁজি ছিল ২১১ রান। ব্যাটিংয়ে ২৬ বলে ৪২ রানের কার্যকরী ইনিংসের পর বল হাতে সাকিব আল হাসান নিয়েছেন পাঁচ উইকেট। তবে শিশির থাকায় বোলিংটা সহজ ছিল না বলে জানান সাকিব আল হাসান।
ব্যাট হাতে ৪২ রান আর বোলিংয়ে ২১ রানের বিনিমিয়ে পাঁচ উইকেট শিকারের পর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ম্যাচসেরা সাকিব পুরস্কার বিতরণীতে জানালেন শিশিরের চ্যালেঞ্জের কথা। এরকম ম্যাচ জয়কে দুর্দান্ত দলীয় প্রচেষ্টা বলেছেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান বলেন, “ব্যাটিং কিংবা বোলিং, ক্রিকেট একটা মোমেন্টামের খেলা। এক অথবা দুই ওভার খেলা বদলে দিতে পারে। আমরা ব্যাট হাতে দারুণ সূচনা করেছি এবং ২০ ওভার পর্যন্ত সেটা ধরে রেখেছি। এটা একটা দলীয় প্রচেষ্টা ছিল। প্রত্যেকেই অংশ নিয়েছে। লিটন কিছু অসাধারণ শট খেলেছে। রিয়াদ যেভাবে শেষ করেছে সেটা গুরুত্বপূর্ণ ছিল। এরকম ভেজা কন্ডিশনে মিরাজ দারুণ বোলিং করেছে। দুর্দান্ত টিম এফোর্ট ছিল। পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে আছি।”
টস হেরে প্রথমে ব্যাটিং করে টিম বাংলাদেশ। লিটন দাসের ৬০ রানের ঝড়ো ইনিংসের পর মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৪৩ ও সাকিব আল হাসান অপরাজিত ৪২ রান করে। তাদের জুটি থেকে রান আসে ৪২ বলে ৯১। শেষ পাঁচ ওভারে রান হয় ৭৫। ২১১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে উইন্ডিজ অলআউট হয় ১৭৫ রানে। সাকিব আল হাসানের পাঁচ উইকেটের পাশাপাশি দুইটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজ নির্ধারণী ম্যাচে ২২ ডিসেম্বর বিকেল পাঁচটায় মুখোমুখি হবে দু’দল।
