বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাস্তা পার হওয়ার সময়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

সড়ক দুর্ঘটনা আমাদের জীবনের আলো নিভিয়ে দিতে পারে যেকোনো সময়। অন্য কেউ খেয়াল রাখবে, আমাকে নিরাপদ রাখতে, এটা না ভেবে আসুন নিজেই সতর্ক হই। নিরাপদে থাকি। 

 

রাস্তায় চলার সময় যেগুলো লক্ষ্য রাখতে হবে: 

•    ফোনে কথা বলবেন না
•    জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে
•    ফুটওভারব্রিজ ব্যবহার করুন
•    জেব্রা ক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হোন  
•    রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নিতে হবে 
•    লাল বাতি মানে থামুন, হলুদ বাতিতে তৈরি হও, সবুজে সামনে চলতে শুরু করতে হবে
•    পাবলিক বাসে ওঠা ও নামার সময় সতর্ক থাকুন
•    আমাদের দেশে গাড়িগুলো সাধারণত রাস্তার বাম দিক দিয়ে চলে তাই ডানপাশ দিয়ে হাঁটুন
•    বাইক চালানোর সময় ফুটপাতে ওঠাবেন না  
•    গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখুন, সর্তক থাকুন। 

রাস্তায় নিরাপদে থাকতে, শিশুদেরও ট্রাফিক আইন মেনে চলতে শেখান।