মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানের সমালোচনা করে আমিরাতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করায় তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের অধিনায়ক রোহান মোস্তফা, আহমেদ রাজা ও রমিজ শাহজাদকে ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়।

চলতি মাসের শুরুতে ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায় আরব আমিরাত ক্রিকেট দল। টুর্নামেন্টেটি পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করে। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো ছিল পাকিস্তানে। গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই পাকিস্তানে খেলেছে আরব আমিরাত।

 

আর দেশে ফিরে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের দাবি, আরব আমিরাতের ম্যাচগুলো আয়োজনে অত্যন্ত খেয়ালিপনা দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যান্য দলের মতো যথেষ্ঠ সুযোগ সুবিধা পায়নি তারা। এ অভিযোগ তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। আর সেসব টুইটের জেরেই নিষেধাজ্ঞায় পড়েন তারা।