কাদেরের অবস্থার উন্নতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. ফিলিপ কোহ।
সিঙ্গাপুর সময় বুধবার দুপুরে দ্বিতীয়বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।
ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী, ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট সবাইকে অবহিত করেন।
