বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সৌন্দর্য ফেরাবে গোলাপ জল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

মুখের সৌন্দর্যে ভাটা পড়ুক তা কোনো নারী কোনো পুরুষরাও চায় না! ত্বকে গোলাপী আভার ছোাঁয়া সকলেররই কাম্য। যদি আপনি মনে করে থাকেন আপনার ত্বক রুক্ষ হয়ে পড়ছে কিংবা মুখের সৌন্দর্য হারাচ্ছে তবে অর্থ ব্যয় করে কেনা বিভিন্ন কসমেটিক্সগুলোকে বিদায় করে বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের হাল ফেরান।

 

এই অবস্থায় আপনার ত্বকের জন্য গোলাপ জলের থেকে ভালো আর কিছু হতেই পারে না। সৌন্দর্য ধরে রাখতে যুগ-যুগ ধরে গোলাপ জলের ব্যবহার প্রচলিত। এর বিশেষত্ত্ব হলো যেকোনো ত্বকের জন্য খুবই উপযোগী গোলাপ জল। ফেস প্যাক, স্ক্রাব ও স্কিন টোনার সবকিছুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। আপনার ত্বকের প্রকৃত ক্লিনজার হিসেবে গোলাপ জল যেভাবে কাজ করবে তা জেনে নিন-

১. ত্বক পরিচর্যা করতে গিয়ে পিএইচ লেভেলের দিকে বিশেষ ধ্যান দিতে ভুলবেন না যেন! দূষণ ও সূর্যের অতি বেগুণীরশ্মির জন্য ত্বক খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর জন্য ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, এক্ষেত্রে গোলাপ জল ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ও ত্বক সতেজ রাখে। 

 

২. গোলাপ জল এস্ট্রিঞ্জেন্ট-এর মতো কাজ করে, যার ফলে আপনি যখনি নিজের ত্বকে গোলাপ জলের ব্যবহার করেন তখন তা আপনার ত্বকের গভীরে জমে থাকা ময়লা দূর হবে। 

 

৩. গোলাপ জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ কারণে গোলাপ জল অ্যান্টি-এজিং হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে ভেতর থেকে দৃঢ়তা প্রদান করে তা সতেজ রাখে যাতে মুখের ত্বক টানটান থাকে।

 

৪. গোপাল জল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তা সতেজ রাখতে সাহায্য করে। গোলাপ জল খুবই ভালো একটি ময়েশ্চরাইজার। এটি ত্বককে পুষ্টি প্রদান করে। আপনি যদি প্রতিদিন গোলাপ জল ব্যবহার করেন তাহলে আপনার ত্বক সর্বদা মসৃণ থাকবে।

৫. আপনি কি জানেন, গোলাপ জল এক মুহূর্তে আপনার মুডকে সতেজ করে দিতে পারে। কারণ এর সুন্দর গন্ধ মন সতেজ করে দিতে পারে যার ফলে স্ট্রেস আপনার আশেপাশে ঘেঁষতে পারবে না।

 

যেভাবে গোলাপ জল ব্যবহার করবেন
মুখ ধোয়ার পরে, তুলোয় গোলাপ জল নিয়ে মুখের নিচের থেকে ওপর দিকে আলতো করে গোলাপ জল ব্যবহার করেন। এছাড়াও আপনি রাতে শোয়ার পূর্বে গোলাপ জল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।