বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

কয়েক মিনিটেই ব্ল্যাকহেডস গায়েব!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

তৈলাক্ত ত্বকে ব্ল্যাক ও হোয়াইটহেডস হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও প্রতিদিনে ত্বকে জমা ময়লা, তেল আর মেদ থেকে ক্ষরিত রসের সমন্বয়ে এক ধরনের কালো দাগ গড়ে তোলে নাকের পাশে, ঠোঁটের নিচে, থুতনিতে এবং কপালে। বিশেষ করে নাকের পাশের অংশে এটি বেশি হয়ে থাকে এবং জায়গাটিকে বেশ কালচে করে ফেলে। আর এটি শক্ত হয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে দেয়। চলুন দেখে নেয়া যাক কীভাবে কয়েক মিনিটেই ব্ল্যাকহেডস থেকে ত্বককে বাঁচানোর পদ্ধতিগুলো-  

পদ্ধতি: ভালো একটি ডিপ ফেস ক্লিনার ব্যবহার করে ত্বক পরিষ্কার করুন। এরপর পরিষ্কার মুখে গরম পানির ভাব দিয়ে ১০ মিনিট স্টিম করুন। এতে ত্বকের ব্ল্যাকহেডগুলো নরম হয়ে যাবে। ফলে এগুলো বের করা বেশ সহজ হয়ে যাবে। এক কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে মুখে লাগান। পেস্টটি মুখে ১০ মিনিট রাখার পরে হালকাভাবে ধুয়ে নিন। বেকিং সোডা ত্বকে থাকা বিভিন্ন ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করে ফেলে। তবে মুখ ধোয়ার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এভাবেই অল্প সময়ে দূর করতে পারেন মুখের যত সব নোংরা ব্ল্যাকহেডস।