চুলের যত্নে বেসনের হেয়ার মাস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

কের যত্নে বেসনের তুলনা নেই। ঠিক তেমনি বেসন চুলের যত্নেও বেশ উপকারি। বহুকাল ধরেই বেসন ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে। বেসনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান যেগুলো চুলকে মজবুত এবং স্বাস্থ্যকর করে তোলে। চুলের বৃদ্ধি, চুল পড়া বন্ধ, চুলকে পরিষ্কার রাখা, প্রাকৃতিক কন্ডিশনার হয়ে কাজ করে, খুশকি থেকে রক্ষা করে বেসন। চুলের যত্নে বেসন মাস্ক অত্যন্ত কার্যকরী। যদিও এই মাস্কের অনেক ধরন রয়েছে। আপনি নিজের চুলের ধরন এবং সমস্যা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ভিন্ন ধরনের কয়েকটি বেসন হেয়ার মাস্ক তৈরির উপায় জেনে নিন-
১. বেসন ও টক দইয়ের হেয়ার মাস্ক
বেসন ও টক দইয়ের হেয়ার মাস্কটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ে থাকে আন্টি অক্সিডেন্ট এবং ভালো ব্যাকটেরিয়া যার দ্বারা চুলের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। যদি আপনি প্রায়ই মাথায় চুলকনি অনুভব করেন তখন এই মিশ্রণটিতে হলুদ মিশিয়ে নেবেন। এজন্য বেসন দইয়ের সঙ্গে পরিমানমতো মিশিয়ে হলুদ যোগ করে পেস্ট তৈরি করে নিন। চুলে এই পেস্ট লাগিয়ে আধা ঘণ্টার জন্য ছেড়ে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। আপনি চাইলে দই এবং বেসন একঙ্গে শ্যাম্পু এবং কন্ডিশনার এর বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারেন।
২. বেসন ও অলিভ অয়েলের হেয়ার মাস্ক
অলিভ অয়েল চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। যখন এই তেল বেসনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন তখন এটি আরো বেশি স্বাস্থ্যকর হয়ে উঠবে। এজন্য বেসনের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে গাঢ় পেস্ট তৈরি করে চুলের গোড়ায় এটি লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। সম্পূর্নভাবে চুল শুকিয়ে যাওয়ার আগে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এই মিশ্রণ আপনার চুলের বৃদ্ধি বাড়াবে সঙ্গে চুল মজবুত করবে।
৩. বেসনের ও কাঠবাদামের হেয়ার মাস্ক
বেসন এবং কাঠবাদাম গুঁড়োর মিশ্রণ চুলকে স্বাস্থ্যকর, কালো এবং বাউন্সি করতে সাহায্য করে। এই হেয়ার মাস্কের সঙ্গে ভিটামিন ই অয়েল ক্যাপসুল যোগ করতে পারেন। বেসন এবং কাঠবাদাম গুঁড়োর সঙ্গে অল্প লেবুর রস এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দু’দিন পছন্দের হেয়ার প্যাকগুলো ব্যবহার করুন।