‘স্মোকি আই’ সাজাবেন যেভাবে...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

বর্তমানে যেকোনো সাজের সঙ্গে ‘স্মোকি আই’ বেশ মানিয়ে যায়। স্মোকি আই আপনার চেহারায় এনে দিবে এক ভিন্ন ধরনের সৌন্দর্য। তবে অনেকেই সঠিকভাবে 'স্মোকি আই' সাজাতে জানেন না। চলুন তবে জেনে নেয়া যাক সঠিকভাবে স্মোকি আই সাজানোর কৌশলটি-
১.স্মোকি আইয়ের মূল হল হালকা এবং গাঢ় রংয়ের আইশ্যাডোর সঠিক ব্যবহার। আর এক্ষেত্রে ব্যবহৃত শ্যাডোগুলো যেন নিখুঁতভাবে ব্লেন্ড করা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
স্মোকি আই মেকআপের ধাপগুলো
২.স্মোকি আইয়ের জন্য কাছাকাছি শেইডের হালকা থেকে গাঢ় তিনটি আইশ্যাডো রং বেছে নিতে হবে।
৩. চোখে লিড বা পাপড়ির উপরে শ্যাডো ব্যবহারের শুরুতে সবচেয়ে হালকা রংয়ের শ্যাডো বেইজ হিসেবে ব্যবহার করতে হবে। এরপর লিডের উপরে বা ক্রিজ অংশে অ্যাশ বা মাঝারি রংয়ের শ্যাডো লাগাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন হালকা রংয়ের সঙ্গে গাঢ় শেইড ভালো মতো মিশে যায়।
৪. এরপর চোখের বাইরের কোণায় সবচেয়ে গাঢ় রংটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন অন্য রং দু’টির সঙ্গে গাঢ় রংটি ভালোভাবে মিশে যায়।
৫. চোখের ভিতরের কোণায় উপরে এবং নিচে হালকা রংয়ের শ্যাডো ব্যবহার করতে হবে। এতে চোখ উজ্জ্বল ও বড় দেখাবে।
৬. তাছাড়া স্মোকি ভাবটা আরো গাঢ় করতে আইলাইনারের রেখা টেনে সেটা ঘষে ছড়িয়ে দেয়া যেতে পারে। চোখের উপরের সঙ্গে মিলিয়ে নিতে চোখের নিচেও কাজল টেনে হালকা আইশ্যাডোটি একটি ব্রাশে নিয়ে চোখের নিচের লাইনার বা কাজলে হালকা স্মাজ করে বা হালকা লেপ্টে দিতে হবে।
৭. সবশেষে চোখের পাপড়িতে মাশকারা লাগাতে হবে।