পোষ্যর সঠিক যত্ন নিচ্ছেন তো?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিরা শখের বসে হরিণ, কুকুর, বিড়াল, বানর, হাঁস, মুরগি লালন-পালন করেন। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে চিত্রশিল্পী পাবলো পিকাসো আদর যত্ন করে কুকুর লালন-পালন করতেন। মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো নিজ বাড়িতেই হরিণ ছানা, ম্যাকাও, বানর, ঈগল আর লোমহীন মেক্সিকান কুকুর পালতেন। মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিড়াল পুষতেন। সংগীতশিল্পী এলভিস প্রিসলি হাঁস, মুরগি, তিতির থেকে শুরু করে গাঁধাও পালন করতেন। পোষা প্রাণীর প্রতি শিল্পীর দুর্বলতার কথা জেনে নানা দেশের ভক্তরা তাকে এসব উপহার দিতেন। অভিনেত্রী অড্রে হেপবার্নকে হরিণ ছানার সঙ্গে সখ্য গড়ে তুলতে দেখা গেছে।
শুধু কি তারকারাই প্রাণী লালন-পালন করেন! আপনি কিংবা আপনার বাসার খুদেও কিন্ত প্রাণীর প্রতি দুর্বলতা থেকে পোষ্য লালন-পালন করেন। যে পোষ্যকে এত ভালোবাসেন তার সঠিক যত্ন নিচ্ছেন তো?
জেনে নিন কিভাবে নিবেন পোষ্যর সঠিক যত্ন:
ভালো আচরণ করুন : বাড়ির ছোটরা যেমন বড়দের আচরণ দেখে শেখে। ঠিক তেমনি পোষ্যের মালিকের আচরণের প্রভাব পড়ে পোষা প্রাণীদের আচরণের উপর। পোষা প্রাণীর সঙ্গে শান্ত আচরণ করা ভালো। এতেও পোষ্যও শান্ত আচরণ করে।
খেলনা : শিশুদের মতোই পোষ্যরাও খেলনা পছন্দ করে। ওদের খেলার জন্য খেলনা রাখুন।
ঘুরতে নিয়ে যান: মাঝে মাঝে পোষ্যকে বাইরে ঘুরতে নিয়ে যান। এতে তার মন ও শরীর ভালো থাকবে।
পরিষ্কার রাখুন: নিয়মিত পোষা প্রাণীকে গোসল করান। এতে পোষ্য যেমন রোগ-বালাই থেকে দূরে থাকবে। ঠিক তেমনি আপনার বাসাও থাকবে রোগ-জীবানু মুক্ত।
সঠিক খাদ্যাভাস: পোষ্যকে নিয়মিত পুষ্টিকর খাবার দিন। পোষ্যর খাবারের রুচির দিকে খেয়াল রাখবেন। প্রতিদিন একই খাবার না দেওয়াই ভালো। স্বাদ বদলের জন্য একেক দিন একেক ধরনের খাবার দিন।
চিকিৎসা-সেবা: পোষ্যকে নিয়ম মেনে চিকিৎসকের কাছে নিয়ে যান। সময়মতো ভ্যাক্সিন দিন।