কুষ্টিয়ায় টি-টেন ক্রিকেট লিগ শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
কুষ্টিয়ায় আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবের আয়োজনে শুক্রবার টি-টেন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।
সকালে হাউজিং এফ ব্লকে তরুণ সংঘ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইবি’র ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
কুষ্টিয়া পৌরসভার মেয়র ও ক্লাবের সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, টি-টেন ক্রিকেট লিগের আহবায়ক পারভেজ আনোয়ার তনু।
ড. সেলিম তোহা বলেন, মাদকমুক্ত দেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর এজন্য বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে।
