মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

`আমার নেতিবাচক খবর মানুষ খায় ভালো`

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সাকিব আল হাসান দেশসেরা তো বটেই বিশ্বেরও সেরা অলরাউন্ডার। সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন এমন ম্যাচের সংখ্যা হাতে গোনা। দলের ভেতরে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে দলকে উদ্বুদ্ধ করতেও জুড়ি নেই তার। কিন্তু এক যুগের ক্যারিয়ারে বারবারই বিতর্কিত সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।

এর আগে অধিনায়কত্ব হারানো বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বিতর্কিত এক অধ্যায়। এই তো গত বছরই টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চাওয়াতেও অনেকেই চোখ উল্টে তুলেছিলেন। সম্প্রতি উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় বলেছিলেন, তাদের ব্যর্থতার কারণ তাদেরই জিজ্ঞাসা করুন। এটা তো আর আমি বলতে পারবনা। উত্তরটাকে স্বাভাবিকভাবে নেয়া হয়নি অনেকেই কাছেই। আসেননি সংবাদমাধ্যমেও। তবে কি দলের ব্যাটসম্যানদের উপর সাকিব ক্ষিপ্ত নাকি অভিমান করে আছেন?

সাকিবের সেই বক্তব্যের পরেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা তুলেছেন ঝড়। সে ঝড়ে মিরপুরে বাংলাদেশ গড়ে ফেলল রেকর্ডও। অতি মানবীয় পারফর্ম করেছেন সাকিবও। ঝড়ো ৪২ রানের সঙ্গে ৫ উইকেট। যা বিশ্বেরই প্রথম। হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচও। ম্যাচ শেষে অবশেষে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হল আগের ম্যাচে পুরষ্কার বিতরণীতে সেই বক্তব্য সম্পর্কে। সাকিব হাসতে হাসতে জানালেন, “ওখানে কিন্তু ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি। যা বলেছি মজা করেই বলেছি। পুরো উত্তরটা তো আপনারা লিখবেন না, শুধু ওই নেতিবাচক জিনিসটা লিখবেন। কারণ, আমার নেতিবাচক খবর মানুষ খায় ভালো, নেয়ও ভালো।”

 

পরক্ষণেই সাকিব জানালেন এইসব নেতিবাচকতাও তিনি কতটা অনুপ্রেরণা হিসেবে নেন। জানালেন,“অবশ্য, আমিও পছন্দ করি। আমার কাছে মনে হয় এটা ভালো খেলতে একটু হলেও অনুপ্রাণিত করে। আসলে আল্লাহর রহমত, এমন পরিস্থিতি যখন আসে, তখন আল্লাহ আমাকে ভালো কিছু দেয়।”

সাকিব সবকিছুকেই অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন বলেই তো তিনি সেরা। রেকর্ড বইয়ে একের পর এক নাম লেখাতে পারেন সাকিবরাই। মাঠের পারফর্ম করে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। মাঠের বাইরেও জানালেন, সেরা হতে হলে কেমন মানসিকতারও হতে হয়।