ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে গল্ফ টুর্নামেন্ট
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে চতুর্থ ওয়ালটন ভিকটরি ডে কাপ গল্ফ টুর্নামেন্ট হয়েছে। ১৯, ২০ ও ২১ ডিসেম্বর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গল্ফ খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. কায়সার, ওয়াটন গ্রুপের সিনিয়র অপারেটিং ডিরেক্টর মো. এফএম ইকবাল বিন আনোয়ার প্রমুখ।
ঘাটাইল ছাড়াও টুর্নামেন্টে ঢাকা, সাভার ময়মনসিংহ গলফ ক্লাবের সদস্যরা খেলায় অংশ নেয়। খেলায় সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ প্রায় শতাধিক খেলোয়ার অংশ নেয়।
