শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় বরখাস্ত ৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দুজন সুপারভাইজার এবং তিন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন সচিব এম মহিবুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী এবং তাদের লাগেজ স্ক্যান করার সময় ওই পাঁচজন যথাযথ মনোযোগের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেননি।

 

গেল ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পলাশ আহমেদ নামে এক দুর্বৃত্ত বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর অভিযানে সে নিহত হয়। পলাশ বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে একটি খেলনা বন্দুক নিয়ে বিমানে উঠতে সক্ষম হয়।