একে কিনতে পিএসজি-ম্যানইউ’র ১৩২ মিলিয়নের যুদ্ধ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

জ্যাডন সাঙ্কো। বহির্বিশ্বের কথা বাদ দিন। খোদ ইউরোপেই তিনি এখনো নিজের পরিচয়টা সেভাবে জাহির করতে পারেননি। তবে, আগামী কিছুদিনের মধ্যেই যে ইউরোপের গণ্ডি পেরিয়ে এই ইংলিশ তরুণ সারা দুনিয়ায় পরিচিতি লাভ করবেন, সেই ব্যবস্থা হয়ে গেছে।
বরুসিয়া ডর্টমুন্ডের এই ইংলিশ তরুণকে কেনার জন্য যুদ্ধে নামতে যাচ্ছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সেই যুদ্ধটা আবার ১০০ মিলিয়ন পাউন্ড বা ১৩২ মিলিয়ন ইউরোর!
গণমাধ্যমের খবর অন্তত সে রকমই। গ্রীষ্মের দলবদল সামনে রেখে এরই মধ্যে নিজেদের পছন্দের খেলোয়াড় ঠিক করে ফেলেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। জ্যাডন সাঙ্কোর ওপর নজর পড়েছে ইউরোপের দুই জায়ান্ট পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।
শুধু নজর পড়েছে বললে ভুল হবে। গণমাধ্যমের খবর, ১৯ বছর বয়সী তরুণ এই উইঙ্গার কেনার জন্য যুদ্ধের প্রস্তুতিও নিয়ে ফেলেছে পিএসজি ও ইউনাইটেড। এখন শুধু অপেক্ষা যুদ্ধে ঝাপিয়ে পড়ার। ইউরোপের আরও অনেক ক্লাবেরই অনুসন্ধ্যানী দৃষ্টিতে আছেন জ্যাডন সাঙ্কো। তবে, পিএসজি এবং ম্যানইউ’র আগ্রহটাই বেশি।
কিন্তু, এই আগ্রহ মেটাতে হলে পিএসজি বা ম্যানইউকে গুণতে হবে বিশাল অঙ্কের টাকা। বরুসিয়া ডর্টুমন্ড যে তার ওপর ঝুলিয়ে দিয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড বা ১৩২ মিলিয়ন ইউরোর প্রাইস-ট্যাগ। এই তো ২০১৭ সালে ইংলিশ এই তরুণকে মাত্র ৮ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে ডর্টমুন্ড। মাত্র আড়াই বছরের মাথায় সেই সাঙ্কোর উপর জার্মান ক্লাবটি ঝুলিয়ে দিয়েছে ১৩২ মিলিয়ণ ইউরোর প্রাইস-ট্যাগ।
দলবদলে এটা এখন রীতি হয়ে গেছে। একটু বেঁকে বসলেই অতি আগ্রহের কোনো খেলোয়াড়কে চড়া দামে বিক্রি করা যায়। আর ডর্টমুন্ড গত কয়েক মৌসুম ধরে এই কাজটাই করছে।
২০১৭ সালেই যেমন বার্সেলোনার কাছে উসমানে ডেম্বেলেকে বিক্রি করেছে ১৪৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে। এর মধ্যে ১০৫ মিলিয়ন ইউরো নগদই পেয়েছে তারা। গত জানুয়ারিতেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার ক্রিস্তিয়ান পুলিসিচকে চেলসির কাছে বিক্রি করেছে ৮৬ মিলিয়ন ইউরোয়।
এই দুটি চুক্তিতেই বিশাল অঙ্কের লাভ গুণেছে ডর্টমুন্ড। সাঙ্কোকে বিক্রি করেও বিশাল অঙ্কের লাভ গোণার আমোদেই বসে আছে জার্মান ক্লাবটি। গণমাধ্যমের যা আভাস, তাতে ডর্টমুন্ডের এবারের আশাও পূর্ণ হবে। কারণ, দাম যতই হোক, ইংলিশ এই তরুণকে নাকি পিএসজি ও ম্যানইউ, দুই ক্লাবই পেতে এক পায়ে খাঁড়া। ঝুলিয়ে রাখা বিশাল অঙ্কের প্রাইস-ট্যাগের কথা জানার পরও তাই দুই ক্লাবই প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে নামার।
ক’দিন আগে ডাচ তরুণ ফ্রেঙ্কি ডি ইয়াংকে কেনার যুদ্ধে বার্সেলোনার কাছে হেরে গেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা নাকি তাই এবার পণ করেছে, যে করেই হোক সাঙ্কোকে কেনা চাই তাদের। ওদিকে ইংলিশ জায়ান্ট ম্যানইউও স্বদেশি সাঙ্কোকে দলে পেতে মরিয়া। গণমাধ্যমের ধারণা, সাঙ্কোকে নিয়ে পিএসজি-ম্যানইউর লড়াইটা জমজমাটই হবে।