জমে উঠেছে মেসি-এমবাপের গোল্ডেন বুটের লড়াই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

এই তো সপ্তাহ তিনেক আগেও ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন লিওনেল মেসি। মনে হচ্ছিল রেকর্ড ষষ্ঠবারের মতো মর্যাদার এই পুরস্কারটা বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের হাতেই উঠতে যাচ্ছে। মেসি এখনো এগিয়ে। তবে লড়াইটা এখন আর একপেশে নয়। বরং জমে ক্ষীর। না চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো নন। পেছন থেকে ধেয়ে এসে মেসির সঙ্গে লড়াইটা জমিয়ে তুলেছেন কিলিয়ান এমবাপে।
মৌসুমের প্রথমার্ধে লিগ গোলের তালিকায় মেসির চেয়ে অনেক অনেক পিছিয়ে ছিলেন এমবাপে। কিন্তু ফরাসি তরুণ বর্তমানে রীতিমতো উড়ছেন। মাঠে নামলেই পাচ্ছেন গোল। সর্বশেষ, গত শনিবারও কোয়ের বিপক্ষে করেছেন জোড়া গোল। একই দিনে এল ক্লাসিকোটা মেসির কেটেছে গোলহীন।
শনিবারের এই বিপরীত চিত্রটাই লড়াইটা তুমুল জমিয়ে দিয়েছে। জোড়া গোল করা পিএসজির ফরাসি বিস্ময়বালক এখন মেসির ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছেন! লিগে ২৪ ম্যাচে ২৫ গোল করে এখনো সবার উপরে মেসি। মানে তার অর্জন ৫০ পয়েন্ট।
ঠিক তার পেছনেই এমবাপে। পিএসজি তারকা মাত্র ২১ ম্যাচেই করেছেন ২৪ গোল। সর্বশেষ ৪ ম্যাচেই তিনি করেছেন ৬ গোল। যে হারে গোল করছেন এমবাপে, তাতে মেসি-ভক্তদের মনে ‘টপকে’ যাওয়ার শঙ্কা জাগতেই পারে।
তা এবারের গোল্ডেন বুটের লড়াইটা শুধুই কি মেসি-এমবাপের? আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় নেই? আছে। তবে তারা অনেকটাই পেছনে। দৌড়ে তিন নম্বরে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো যেমন করেছেন ১৯ গোল। মানে এমবাপের চেয়েও ৫ গোল পেছনে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার। ১৮টি করে গোল নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন এসি মিলানের পোলিশ তরুণ কজিসতফ পিয়াতেক ও ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, এমবাপের ক্লাব সতীর্থ উরুগুইয়ান তারকা এডিনসন কাভানিরা গোল করেছেন সমান ১৭টি করে।