বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জুতা জোড়াকে বানিয়ে ফেলুন ‘ওয়াটারপ্রুফ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

এখন বর্ষাকাল না হলেও এখন থেকে থেকে বৃষ্টি চলে আসে। বৃষ্টির সময় বাইরে গিয়েছেন অথচ বৃষ্টি বা কাদা পানিতে জুতা ভেজেনি কখনো, এমন তো হবে না। বিশেষ করে যারা কাপড়ের জুতা পরেন, তাদের অবস্থা আরো নাজেহাল। জুতা ভিজে বিব্রতকর অবস্থা তো হয়ই, সাথে জুতা জোড়াও পচে নষ্ট হয়। তাহলে উপায়? উপায় হচ্ছে জুতা জোড়াকে ঘরে বসেই ‘ওয়াটারপ্রুফ’ বানিয়ে ফেলা। হ্যাঁ, আপনি চাইলেই সেটা করতে পারেন, তাও প্রায় বিনা খরচে। এক জোড়া ওয়াটারপ্রুফ জুতার জন্য ৫টি টাকা তো আপনি খরচ করতেই পারেন, তাই না? চলুন, জেনে নেই কীভাবে আপনার কাপড়ের জুতা জোড়াকে ওয়াটারপ্রুফ করবেন।

 

যা যা লাগবে:

একটি মোমবাতি (৫ টাকা দামের সাধারণ মোমবাতি হলেই হবে, তাও পুরোটা লাগবে না)

একটি হেয়ার ড্রায়ার বা গ্যাসের চুলা

যেভাবে করবেন:

 . আপনার কাপড়ের জুতা জোড়া নিন। তারপর এর গায়ে খুব ভালো করে ঘষে ঘষে মোমবাতি লাগান।

. একটু জায়গাও বাদ দেবেন না। জুতোর ফিতা থেকে শুরু করে ওপরের প্রত্যেক ইঞ্চিতে মোমবাতি লাগান। যত পুরু করে লাগাতে পারবেন, তত ভালো।

 

. মোমবাতি লাগানোর পর পুরো জুতোটা একদম সাদাটে দেখাবে মোমের আস্তরনের জন্য। ভয় পাবেন না। একটু পরই এটা ঠিক হয়ে যাবে।

. এবার আপনার হেয়ার ড্রায়ার হাই হিটে দিয়ে জুতা জোড়াকে হিট দিন। মোমবাতি গলে গলে যেতে থাকবে ও জুতোর তন্তুর ওপরে একটা আস্তরন তৈরি করে ওয়াটার প্রুফ বানিয়ে ফেলবে। জুতা জোড়া আবার আগের রঙে ফিরে গেলে বুঝবেন মোম গলে গেছে। (একটু গাঢ় হয়ে যেতে পারে রঙ)।

. যাদের হেয়ার ড্রায়ার নেই তারা চুলার পাশে বা নিচে জুতা রাখন এমনভাবে যেন জলন্ত চুলা থেকে তাপ এসে লাগে আর মোমবাতি গলে যায়।

. মোম গলে গেলে জুতা জোড়াকে ভালো করে শুকিয়ে নিন। তৈরি আপনার ওয়াটারপ্রুফ জুতো!

কিছু টিপস:

. এই কাজ কোনোভাবেই চামড়ার জুতায় করতে যাবেন না।

. কাপড়ের জুতা খুব বেশি নরম হলে এটা করা ঠিক হবে না।

. স্নিকার বা কেডস জাতীয় কাপড়ের জুতায় এটা করা ভালো।