মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পেস দিয়েই আটকাতে চায় উইন্ডিজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সিলেটে ক্যারিবিয়ান পেসে লুট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু মিরপুরে সফরকারী পেসারদের উপর তাণ্ডব চালিয়ে জয় তুলেছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষকে পুরো সিরিজেই স্পিনে নাকাল করে সাকিব-মিরাজরা। তবে কি সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে স্পিনার বাড়াবে উইন্ডিজ? পরিবর্তনের আভাস দিলেও কিমো পল জানিয়ে গেলেন, পেসেই ভরসা তাদের।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে ক্যারিবিয়ান অলরাউন্ডার কিমো পল বললেন, ‘আমি এটা বলব না (দলে পরিবর্তন আনা হবে কি না)। কিন্তু আমাদের মূল শক্তি হলো পেস বোলিং। এবং জেতার জন্য আমরা পেসেই জোর দেব।’

পেস নির্ভর হলেও চিন্তাভাবনায় পরিবর্তন আনা যাবে না, এমনটাও আবার বলেননি পল। আরেকটি সিরিজ হারার হাত থেকে বাঁচতে দলের কৌশলে যে একটু হলেও পরিবর্তন আসবে তা জানিয়ে গেলেন তিনি। পলের ভাষ্যমতে, ‘দুটো সম্পূর্ণ ভিন্ন উইকেট (সিলেট ও মিরপুর)। প্রতি ম্যাচের জন্য তাই আমরা একই পরিকল্পনা করতে পারিনি। আমরা এ নিয়ে ভেবেছি এবং শেষ ম্যাচ জেতার জন্য ভালো পরিকল্পনা করেই আসব।'