মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

টুর্নামেন্ট সেরা ইনিংস খেলে যত আউট হলেন আশরাফুল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

মোহাম্মদ আশরাফুল এবং রনি তালুকদারের ব্যাটে ভর করে বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল পূর্বাঞ্চল। শতক হাঁকিয়েছিলেন দুই ব্যাটসম্যানই, চতুর্থ উইকেটে জুটি গড়েছিলেন ২৪১ রানের। অপরাজিত থেকে দিন শেষ করেছেন দুইজনই, সাথে দলকে এনে দিয়েছেন তিন উইকেটে ৩৫৪ রানের সংগ্রহ।

দ্বিতীয় দিনের শুরুতেই দ্বিশতকের দ্বারপ্রান্তে থাকা ব্যাটসম্যান রনি তালুকদার আউট হয়ে ফিরেছেন। প্রথম দিন ১৮৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন খেলতে নেমে দুই রান যোগ করতেই এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আশরাফুল-রনির ২৪৪ রানের বিশাল জুটি ভাঙ্গেন এবাদত।

এরপর আশরাফুল বড় ইনিংসের পথেই আগাচ্ছিলেন তাসামুলকে সঙ্গে নিয়ে। কিন্তু তিনিও থেমে যান ১৩৬ রান করে। ২৫১ বলে ১৩৬ রানের তার ইনিংসটি ছিল ১৫টি চারের মারে। এবছর বিসিএলে এটাই আশরাফুলের টুর্নামেন্ট সেরা ইনিংস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্বাঞ্চলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪২৬ রান।

উত্তরাঞ্চল একাদশঃ জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।

 

পূর্বাঞ্চল একাদশঃ রনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।