৩৫০ কোটি মানুষের ফুটবল বিশ্বকাপ দেখার নয়া রেকর্ড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এবারের রাশিয়া বিশ্বকাপ যেন সেই নামের প্রতি সুবিচারই করেছে। কেননা এবারে ফুটবলের সর্বোচ্চ এই আসর উপভোগ করেচে বিশ্বের ৩৫০ কোটিরও বেশি দর্শক। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাদের ওয়েবসাইটে রাশিয়া বিশ্বকাপের দর্শক জরিপ প্রকাশ করেছে। তাতে জানিয়েছে, পৃথিবীর ৩.৫৭২ বিলিয়ন মানুষ এবারের বিশ্বকাপ ফুটবল উপভোগ করেছে। যা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ অপেক্ষা প্রায় ১০.৯ শতাংশ বেশি।
ফিফার জরিপ মতে, এবারের রাশিয়া বিশ্বকাপ টিভিতে এক মিনিটের জন্য হলেও দেখেছে এমন দর্শকের সংখ্যা ৩.২৬২ বিলিয়ন। এছাড়া বড় পর্দায় খেলা দেখেছে ৩০৯.৭ মিলিয়ন দর্শক। রেস্তোরা এবং বিপণীবিতানে ৯.৫ শতাংশ।
১৫ জুলাই অনুষ্ঠিত হওয়া ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখেছে সারা বিশ্বের ১.১২ বিলিয়ন মানুষ। যেখানে ৮৮৪.৩৭ মিলিয়ন মানুষ টিভির পর্দায় চোখ রেখেছে বাকি ২৩১.৮২ মিলিয়ন মানুষ ডিজিটাল পন্থায় খেলা দেখেছে।
অন্তত ৩০ মিনিট বিশ্বকাপের ম্যাচ দেখা মানুষের সংখ্যা ২.৪৯ বিলিয়ন, যা ২০১৪ বিশ্বকাপে ছিল ১.৯৫ বিলিয়ন।
ফিফার বাণিজ্যিক শাখার প্রধান অফিসার ফিলিপে লে ফ্লখ বলেন, ‘মানুষের এত জড়িত থাকাই প্রমাণ করে রাশিয়া বিশ্বকাপই হচ্ছে এখন পর্যন্ত হওয়া সেরা বিশ্বকাপ। আমরা খুবই খুশি মানুষের এত অংশগ্রহণ দেখে। এটাই প্রমাণ করে, মানুষ আসলে খেলাটা আরো চাচ্ছে।’
