মরিনহোতে আগ্রহ নেই রিয়ালের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ম্যানচেস্টার ইউনাইটেডে চাকরি হারানোর পর মরিনহোকে নিয়ে কাড়াকাড়ি বিভিন্ন ক্লাবের। এমন দাবিই করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। সবচেয়ে বড় গুঞ্জন আবারো রিয়াল মাদ্রিদে ফিরছেন স্পেশাল ওয়ান খ্যাত এই পর্তুগিজ কোচ। তবে ক্লাবটির পরিচালক জানালেন, মরিনহোকে ফেরানোর কোনো ইচ্ছাই নেই তাদের।
কিছুদিন আগে রিয়াল থেকে ছাটাই হয়েছেন লোপেতেগি। এরপর স্বল্প মেয়াদে ধ্বসে পড়া ক্লাবটির দায়িত্ব পান সোলারি। প্রথম প্রথম জয়ের ধারায় ফিরলেও আবারো নিয়মিত হারই জুটছে ক্লাবটির ভাগ্যে। তাই নতুন ম্যানেজারের খোঁজে রিয়াল। একদিকে রিয়াল সভাপতি ফ্লোরিন্তেনো পেরেজের সঙ্গে মরিনহোর ভালো সম্পর্ক এবং অন্যদিকে এর আগে যেসব খেলোয়াড়ের সঙ্গে মরিনহোর তিক্ত সম্পর্ক তারা নেই। তাই স্বাভাবিকভাবেই ভাবা হচ্ছিল, রিয়ালেই ফিরছেন মরিনহো। তাছাড়া রিয়ালের দায়িত্বে থাকাকালে ১০০ পয়েন্ট তুলে লা লিগার শিরোপা জেতার মতো সাফল্য তো ছিলই।
তবে রিয়াল মাদ্রিদ যে মরিনহোর ব্যাপারে আগ্রহী নয় তা স্পষ্টই জানিয়ে দিলেন ক্লাব পরিচালক। তা স্বল্প বা দীর্ঘ কোনো মেয়াদেই নয়।
