সাধ্যের মধ্যে ফ্যাশনেবল থাকুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

অনেকেই মনে করেন নিজেকে টিপটপ ও ফ্যাশনেবল রাখতে অনেক খরচের দরকার হয়। নামী দামী পোশাক, প্রসাধনী ব্যবহার,পার্লারে গিয়ে বিউটি ট্রিটমেন্ট ইত্যাদি করেই নিজেকে সুন্দর, ফ্যাশনেবল ও টিপটপ রাখা যায় এই ধারণাটি ভুল। বেশি খরচ নয় বরং অল্প খরচেই নিজেকে রাখুন সুন্দর ও পরিপাটি। চলুন জেনে নেয়া যাক কৌশলগুলো-
মেকআপ রিমুভার
মেকআপ তুলতে বেবি অয়েল, কোকোনাট অয়েল, বেবি শ্যাম্পু অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলো আপনার ঘরেই থাকে আর এইগুলো মেকআপ তুলতে বেশ কার্যকরী। তাই মেকআপ রিমুভারের পরিবর্তে ঘরোয়া উপায়ে মেকআপ তুলতে পারেন।
দীর্ঘদিন মাশকারার ব্যবহার
মাশকারা অল্পদিনেই শুকিয়ে গিয়ে থাকে। কারণ এটি ব্যবহারের সময় কৌটার মুখ খোলা থাকায় বাতাসে তা শুকিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এক্ষেত্রে অলিভ অয়েল এবং লবণ মিশ্রত পানি মাশকারার বোতলে ঢালুন। তারপর এক কাপ গরম পানির ভিতরে মাশকারার বোতলটি কয়েক মিনিট ডুবিয়ে রাখুন।
হোম স্পা ট্রিটমেন্ট
দিনের শুরুতে কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। গোসলের শেষে ঠান্ডা পানিতে ১৫ সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। এই কাজটি দু’বার করুন। এই পদ্ধতিতে গোসল করলে শরীর সম্পূর্ণভাবে হাইড্রেট হয়ে থাকে। সেইসঙ্গে এটি আপনার ত্বক পুনরুজ্জীবিত করে আপনাকে ভেতর থেকে গ্লো করে থাকে। বাইরের দেশে ৯৫ ডলারের বিনিময়ে আপনি এই স্পা টি পেয়ে থাকবেন।
ব্রণ দূর করতে ঘরোয়া প্যাকে
ঘরোয়া প্যাক ব্যবহার করে দূর করুন ব্রণ। ১/৪ কাপ স্ট্রবেরি, ১/৪ কাপ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। স্ট্রবেরিতে স্যালিক এসিড আছে যা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে।
পুরাতন লিপস্টিক ব্যবহার
আপনার যদি অনেকগুলো লিপিস্টিক থাকে, তবে আপনি নতুন লিপিস্টিক না কিনে পুরাতন লিপস্টিক দিয়ে নতুন রং-এর লিপস্টিক তৈরি করে নিতে পারেন। পুরাতন লিপস্টিক মাইক্রো ওয়েভে গলিয়ে নিন, তারপর এতে লিপবাম মিশিয়ে নিন। আর দেখুন সম্পূর্ণ নতুন একটি লিপস্টিক তৈরি হয়ে গেছে।
মুখের দাগ ঢাকতে
প্রথমে এক থেকে দুই শেডে হালকা কন্সিলার মুখের কালো দাগের ওপর ঘষুন। তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন। কন্সিলার ত্বকের দাগ হালকা করে আর ফাউন্ডেশন সেটা ত্বকের সঙ্গে ভাল করে মিশিয়ে দেয়। কন্সিলার ব্যবহারের ক্ষেত্রে ব্রাশের পরিবর্তে আঙুল ব্যবহার করলে কিছুটা কম কন্সিলার ব্যবহার করা হয়।
মৌসুমবিহীন কেনাকাটা
গরম কালে শীতকালের কাপড় কিনে রাখুন কিংবা শীতের শেষের দিকে কিনে রাখতে সামনের শীতের জন্য শীতের কাপড় এতে টাকা অনেক কম পাবেন। আবার অনেক সময় অনেক দোকানে ছাড় থাকে এই সময়ে।
ত্বকের রুক্ষতা দূর করতে
পাকা কলার অথবা অ্যাভকোডা ম্যাশ করুন। তারপর এটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।