শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

সহজে মেকআপ তোলার কৌশল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান, অফিস বা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করাসহ নানা কারণে আমরা মেকআপ করে থাকি। এবং দীর্ঘ সময় একই মেকআপে থাকি। মাঝে মাঝে অতিরিক্ত ক্লান্তি বা অলসতার কারণে বাসায় ফিরে মেকআপ উঠাতে কষ্ট হয়। তাই দেখে নিন খুব কার্যকরি কিছু কৌশল। যা খুব সহজেই আপনাকে মেকআপ উঠাতে সাহায্য করবে-

নারিকেল তেল: মেকআপ রিমুভার হিসেবে নারিকেল তেল কার্যকরি। হালকা করে নারিকেল তেল মুখে মেখে নিন, মেকআপ গলে উঠে আসবে। এটা ওয়াটারপ্রুফ মাসকারার মতো কঠিন মেকআপ তুলতেও সহায়ক। এটা আপনার ত্বককে ময়েশ্চারাইজ করার কাজটাও করে থাকে। একইভাবে বেবি অয়েলও ব্যবহার করতে পারেন।

ময়েশ্চারাইজার: খুব দ্রুত মেকআপ তোলার জন্য সারা মুখে আপনার প্রিয় ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন মেখে নিন। এবার টিস্যু দিয়ে মুছে ফেলুন সেটা। কয়েক সেকেন্ডেই মেকআপ উঠে আসবে।

 

বেবি ওয়াইপ: বাচ্চাদের ডায়াপার পাল্টানোর সময়ে যে বেবি ওয়াইপ ব্যবহার করা হয় সেগুলোই আপনার মেকআপ তোলার জন্য কাজে আসতে পারে। এছাড়া আপনি বিছানায় বসেই দ্রুত এটা ব্যবহার করে মেকআপ তুলে ফেলতে পারবেন। এছাড়া মেকআপ রিমুভার ওয়াইপও পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

দুধ: মেকআপ তোলার জন্য দুধ ব্যবহার করা যায়। অল্প একটু দুধের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। ব্যস, একটা কটন বল দিয়ে এটাকে মুখে মাসাজ করে নিন। এরপর মুখ ধুয়ে নিলেই দেখবেন সব মেকআপ উঠে আসছে। 

অন্যান্য উপায়:  হালকা গরম পানিতে একটা ছোট তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিতে পারেন। অথবা তোয়ালেতে একটু মধু আর বেকিং সোডা নিয়ে মুখে মেখে নিলেও মেকআপ উঠে আসে।