মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

অবসরে যাচ্ছেন ম্যাককালাম!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ব্রেন্ডন ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। তবে মারকুটে এই ব্যাটসম্যানের চাহিদা ছিল ফ্রাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু সময়ের প্রেক্ষিতে এখন আর সে চাহিদা নেই। সদ্য আইপিএলের নিলামে তার রপ্তই আগ্রহ দেখায়নি কোনো দলই। আর তাই হয়তো অভিমানেই সবধরণের ক্রিকেট থেকেই অবসরের ইঙ্গিত দিলেন সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম।

আইপিএলে এর আগে টানা ১১ আসরে খেলেছেন। টুর্নামেন্টটির প্রথম ম্যাচে কোলকাতা নাইটরাইর্ডাসের হয়ে খেলছিলেন ১৫৮ রানের এক দুর্দান্ত ইনিংস। যা টি-টোয়েন্টি ক্রিকেট কেমন হতে যাচ্ছে তার বিজ্ঞাপন মাত্র। সেই ম্যাককুলাম দল পাননি। সম্প্রতি সংবাদমাধ্যমে ম্যাককালাম বলেন, ‘একটা সময়ে এসে সবকিছুরই ইতি টানতে হয়। ভালো সব কিছুই একটা সময়ের পর শেষ হয়ে যায়। আইপিএলে আমি দল পাইনি, কিন্তু আমাদের দেশের যেকজন এবার সুযোগ পেয়েছে সবার জন্য আমি অনেক আনন্দিত। আমি নিজেকে নিয়ে মোটেও চিন্তিত নই, এভাবেই খেলাটা চলে আসছে।’

আইপিএলের ১২তম আসরে খেলা হবে না ম্যাককালামের। তবে ১১টি আসরে একটানা খেলার রোমাঞ্চই আপাতত গায়ে মাখছেন তিনি। এই প্রসঙ্গেও রেখেছেন বিদায়ের ইঙ্গিত। ম্যাককালামের ভাষ্যমতে, ‘ভবিষ্যৎ আপনার জন্য কি রেখেছে সেটা আপনি এমনেই বলে দিতে পারবেন না। আমি ভাগ্যবান যে আইপিএলের ১১টি আসরে টানা খেলেছি। কিন্তু একটা সময় এসে এটা শেষ হয়েই যেত।’