বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

দ্বিতীয় টেস্টেও নেই সাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

প্রথম টেস্টে পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পাচ্ছে না এই অলরাউন্ডারকে। সোমবার সাকিবের ওয়েলিংটন টেস্টে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সাকিব। আশা করা হয়েছিল, টেস্ট সিরিজের শুরু থেকে পাওয়া যাবে তাকে। ওয়েলিংটনে ঘুরে দাঁড়ানোর মিশনে তার ফেরাটা ভীষণ জরুরি ছিল। 

সাকিবের আঙুলের বর্তমান অবস্থা জানতে এক্সরে করা হয়েছিল। ওই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়কের নিউজিল্যান্ড যাত্রা। কিন্তু পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে বলেই জানিয়েছেন নাজমুল হাসান। বোর্ড প্রধান একই সঙ্গে নিশ্চিত করেছেন, দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরা সম্ভব নয়।

 

এর আগে বৃহস্পতিবার সাকিবের অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী  বলেছিলেন, শুক্রবার না হয় শনিবার, সাকিবের আঙুলে এক্সরে করা হবে। যদি ব্যথা কম থাকে, তাহলে সে অনুশীলন শুরু করবে। তারপরও যদি সে মনে করে টেস্ট সিরিজ খেলতে পারবে, খেলবে। নির্ভর করবে এক্সরে ও তার অবস্থার ওপর। এক্সরে রিপোর্ট ভালো থাকলে সে অনুশীলন শুরু করতে পারবে, না হলে বিশ্রামে থাকবে।

হ্যামিল্টন টেস্ট হারলেও দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই স্বাগতিকদের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে নামবে ৮ মার্চ।