বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

শেখ জামালের ঘরে প্রথম শিরোপা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৪ রানে হারিয়ে প্রথম বারের মত শিরোপা ঘরে তুললো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

শিরোপা লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শেখ জামাল। জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই থামে প্রাইম দোলেশ্বর। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় তারা।

সোমবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের ছুঁড়ে দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বরের সাইফ হোসেন ও মোহাম্মদ আরাফাত। শেখ জামালের মত ৬২ রানেই পড়ে দোলেশ্বরের প্রথম উইকেট। ক্যাঁচ তুলে দিয়ে ফেরেন সাইফ(২৬)। আঘাত প্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আরাফাত(৩৩)। এর পরপরই ফিরে যান মার্শাল আউব (৩) ও মাহামুদুল হাসান (৩), ফারহাদ হোসেন (৬)। ২ রানে ক্যাঁচ তুলে দিয়ে ফেরেন সৈকত। আসলাম হোসেন এলবির ফাঁদে পড়ে ঘরে ফেরেন (৩)। শেষে এসে ফরহাদ রেজার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে দোলেশ্বর। কিন্তু শেষ ওভারেই শহিদুল ইসলামের বলে অসাধারণ এক ক্যাঁচে ফরহাদকে (৪৪) ফিরিয়ে সে স্বপ্নে বাঁধ সাধে নুরুল হাসান সোহান। আর কোনো উইকেট না পড়লেও ওভার শেষ হওয়াতে ১৩৩ রানে থেমে যায় প্রাইম দোলেশ্বরের ইনিংস। 

 

শুরুতেই টস জিতে ওপেনিংয়ে ব্যাটে নামে ফারদিন হাসান ও ইমতিয়াজ হোসেন। তাদের ব্যাটে ভর করে দলীয় অর্ধশত করে শেখ জামাল। দলীয় ৬২ রানে ক্যাঁচ তুলে দেন ফারদিন (১৮)। এরপর হাসানুজ্জামান ও নাসির হোসেন ও দাঁড়াতে পারেনি ক্রিজে। অপর দিকে অটুট ছিলেন ওপেনার ইমতিয়াজ। তুলে নিয়েছেন অর্ধ শতক। ৪৪ বলে ৫৬ রান করে আরাফাত সানির বলে বোল্ড হন তিনি। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল ইনিংসটি। 

ইমতিয়াজ ফিরে যাওয়ার পর ইনিংসের দায়িত্ব পড়ে জিয়া ও সোহানের ওপর। কিন্তু আজ আর সফল হতে পারেননি জিয়া। ফিরে গেছেন মাত্র ২ রানেই। দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব অধিনায়ক সোহান নিজের কাঁধেই নেন। সঙ্গী হিসেবে পেয়েছেন তানবীর হায়দারের। ১৫ বলে ৩১ রানের ক্যামিও খেলেন তানবীর হায়দার। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। তবে ইনিংস শেষ করার আগেই শেষ ওভারে ফরহাদ রেজার বলে মাহমুদুল হাসানের তালুবন্দি হন তিনি। ঠিক পরের বলেই ফিরে যান সোহানও। তিনি করেন ২৭ বলে ৩৩ রান। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি ফরহাদ রেজা। তিন ওভারে মোট ৩২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেয় তিনি। নির্ধারিত ২০ ওভারে শেখ জামাল সংগ্রহ করে ১৫৭ রান।