১৩ বছর পর সেই তান্নার ফিফটি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন সংযোজন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বিপিএলে স্থান না পাওয়া স্থানীয় ক্রিকেটাররা নিজেদের আলাদা করে প্রমান করার সুযোগ পেয়েছেন।
সো্মবার সন্ধ্যা ৬ টায় মিরপুর শের ই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর।
ফাইনালের প্রথম ফিফটি করলেন ইমতিয়াজ হোসেন তান্না। শেখ জামালের অভিজ্ঞ ওপেনার ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৬ রানে বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বলে বোল্ড হয়ে যান।
একটু যদি পেছন ফিরে তাকাই, ২০০৬ সালে প্রিমিয়ার টি-টোয়েন্টি আসরের প্রথম ফাইনালে এই শেরে বাংলা স্টেডিয়ামে শক্তিশালী ওল্ডডিওএইচএসের বিপক্ষে এই তান্নাই ৫০ বলে আট বাউন্ডারি আর চার ছক্কায় ৮২ রানের বড় এক ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা।
আজ ১৩ বছর পর সেই একই মাঠে একই আসরে ফাইনালে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবারও হাফ সেঞ্চুরি করলেন তিনি।
শুরুতে প্রায় ২০০ স্ট্রাইকরেটে খেলা ইমতিয়াজ তান্না অপর প্রান্তে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় খানিক স্লথ হয়ে যান। তারপরও ইনিংসে দুই ছক্কা ও চার বাউন্ডারি ছিল তার।
২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি লিগে দ্বিতীয় সর্বাধিক ২৪৫ রান করে মোহামেডানের শিরোপা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইমতিয়াজ তান্না। এবার শেখ জামালের হয়ে গ্রুপ পর্বে আহামরি পারফর্ম করতে না পারলেও ফাইনালে দলকে শক্ত ভীত গড়ায় রাখলেন কার্যকর অবদান। তার রানে ভর করেই শেখ জামাল ১৫৭ রানের পুঁজি সংগ্রহ করে।