লাহোরের পরিবর্তে করাচিতে পিএসএল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে নির্বাসিত হয় ক্রিকেট । সে থেকে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক খেলা হয় না পাকিস্তানে। এমনকি তাদের কোনো ঘরোয়া ক্রিকেট লিগেও যেতে চান না আন্তর্জাতিক কোনো ক্রিকেটার।
তবে চলমান পাকিস্তান সুপার লিগের শেষ ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এর মধ্যে ৫টি ম্যাচ করাচিতে এবং বাকি ৩টি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে লাহোরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটি জানিয়েছে, পিএসএলের চলমান আসরের শেষ ৮টি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে করাচিতে।
পিএসএলের মত বড় আসরের ভেন্যু হুট করে এমন পরিবর্তন করার কারণ ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সাম্প্রতিক দ্বন্দ্ব। কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে দুই দেশই এখন আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা চিন্তা করেই করাচিতেই সব ম্যাচ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
এ প্রসঙ্গে পিসিবি সভাপতি এহসান মানি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা অংশগ্রহণকারী দল এবং আমাদের সকল স্পন্সরদের সঙ্গে কথা বলেই লাহোরের ম্যাচগুলো করাচিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিস্থিতির শিকার হয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্তকে মেনে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান তিনি। মানি বলেন, ‘বর্তমান অবস্থাটা বোঝার জন্য সকল ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাতে চাই।’
অবশ্য লাহোরে ম্যাচ আয়োজন করতে না পারায় তার কণ্ঠে ঝরল হতাশা, ‘এটা সত্যিই হতাশাজনক যে পাকিস্তান ক্রিকেটের হেডকোয়ার্টারেই পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। যদিও এতে পিসিবির কোনো দায় নেই। তবে এটা জাতির বৃহত্তর স্বার্থে খুবই ছোট্ট একটা বলিদান।’