দোলেশ্বরের সামনে ১৫৮ রানের টার্গেট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন সংযোজন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বিপিএলে স্থান না পাওয়া স্থানীয় ক্রিকেটাররা নিজেদের আলাদা করে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।
সো্মবার সন্ধ্যা ৬ টায় মিরপুর শের ই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শেখ জামাল। ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে ধানমন্ডির এ ক্লাবটি।
ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন শেখ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ও ফারদিন হাসান। ফারদিন ধীর গতির ইনিংস খেলে ১৮ রানে সাজঘরে ফেরেন। সফল হতে পারেননি হাসানুজ্জামান ও নাসির হোসেন।
অপর প্রান্তে ব্যাট হাতে অটুট ছিলেন ওপেনার ইমতিয়াজ। । ৪০ বলে তুলে নিয়েছেন অর্ধ শতক। তারপরই ৪৪ বলে ৫৬ রান করে আরাফাত সানির বলে বোল্ড হন তিনি। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
সেট ব্যাটসম্যান ইমতিয়াজ ফিরে যাওয়ার পর ইনিংস মেরামতের দায়িত্ব পড়েছিল সেমি ফাইনালে শেখ জামালের জয়ের নায়ক জিয়া ও সোহানের ওপর। কিন্তু আজ আর সফল হতে পারেননি জিয়া। ফিরে গেছেন মাত্র ২ রানে।
দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব অধিনায়ক সোহান নিজের কাঁধেই নেন। সঙ্গ পেয়েছেন তানবীর হায়দারের। ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলেন তানবীর হায়দার। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছয়ের মার ছিল। তবে ইনিংস শেষ করার আগেই শেষ ওভারে ফরহাদ রেজার বলে মাহমুদুল হাসানের তালুবন্দী হন তিনি। ঠিক পরের বলেই ফিরে যান সোহানও। তিনি করেন ২৭ বলে ৩৩ রান।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি ফরহাদ রেজা। তিন ওভারে মোট ৩২ রান খরচ করে নেন ৩ উইকেট।
নির্ধারিত ২০ ওভার ব্যাট করে শেখ জামাল ১৫৭ রানের লক্ষ ছুড়ে দেয় প্রাইম দোলেশ্বরের সামনে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল:
১৫৭/৭ (ইমতিয়াজ ৫৬, সোহান ৩৩, তানবীর ৩১, ফারদিন ১৮, নাসির ৫, ইলিয়াস সানী ৪*, হাসানুজ্জামান ৪, জিয়াউর রহমান ২।
দোলেশ্বর:
আরাফাত সানি ১/২৫, ফরহাদ রেজা ৩/৩২, মানিক খান ১/১২, সৈকত আলী ১/৩১, এনামুল হক জুনিয়র ১/৩০।