নোফেলের কাছেও মোহামেডানের হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

মোহামেডানের ভাগ্য যেনো আটকে আছে হারের বৃত্তে। হয় হার, না হয় ড্র এভাবেই এবারের প্রিমিয়ার ফুটবল লিগ কাটছে তাদের।
সোমবার সে ধারাবাহিকতা বজায় রেখে ঐতিহ্যবাহী এ দলটি হারলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাবের কাছে।
নিজেদের হোম ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে নোফেল তুলে নিল নিজেদের দ্বিতীয় জয়। সাদাকালোদের হারের লজ্জা দিলেন তাদেরই পুরোনো খেলোয়াড় গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।
৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রিমিয়ার ফুটবলে এটা মোহামেডানের ষষ্ঠ হার। হারের বৃত্তে থাকা মোহামেডান এখন আলোচিত একটি নাম। যে কোনো দলই হারাতে পারে এখনো শিরোপা না জেতা দলটিকে।
সর্বশেষ সেটা বুঝিয়ে দিলো নোফেল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, জিততে চাইলে মোহামেডানকে টার্গেট করলেই চলবে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ব্রাদার্সও একটি জয় পায় মোহামেডানকে হারিয়ে।
লিগ টেবিলে ভালো অবস্থানে ছিল না মোহামেডান। এ হারে আরো নাজুক অবস্থা তাদের। ১০ রাউন্ড শেষে মোহামেডানের পয়েন্ট ১১। মঙ্গলবার যদি ব্রাদার্স মুক্তিযোদ্ধাকে হারায় তাহলে মোহামেডান নামবে পয়েন্ট টেবিলের আরেক ধাপ নিচে। এ জয়ে নোফেল ৮ পয়েন্ট নিয়ে উঠে এলো টেবিলের ৮ নম্বরে।