বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

টস জিতে ব্যাটিং নিল শেখ জামাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন সংযোজন করা হয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বিপিএলে স্থান না পাওয়া স্থানীয় সব ক্রিকেটাররা নিজেদের আলাদা করে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।  

ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ আসর প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরের চিত্রটাটাই আলাদা। কাগজে কলমের তিন শীর্ষ দল আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ সেমিফাইনালে উঠতে পারেনি।

ফেবারিট হয়ে ফাইনাল খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব অন্যদিকে প্রাইম দোলেশ্বর। সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফাইনালে শেখ জামালের মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর।

খেলায় টস জিতে শেখ জামাল ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

সাধারণত ক্লাব ক্রিকেট ঘরে বসে দেখার সুযোগ কম হয়। এবার সেমিফাইনাল থেকে ক্রিকেট অনুরাগীরা এ আসরের খেলা দেখতে পারছেন টিভির পর্দায়। যা এবারের এই আসরকে ভিন্ন আমেজ এনে দিয়েছে। যথারিতি আজ সোমবার টি-টোয়েন্টির ফাইনাল খেলাও গাজী টিভিতে দেখা যাবে।

গ্রুপপর্ব ও সেমিফাইনাল শেষে দেখা যায় তুলনামূলক সিনিয়র ও পরিণত পারফরমাররাই ম্যাচ ভাগ্য বদলে দিচ্ছেন। সে কারণেই আজকের ফাইনালেও প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল-দুই দলই অভিজ্ঞতার দিকে তাকিয়ে।

 

শেষ পর্যন্ত এবারের ফাইনালে কার হাতে জয়ের ট্রফি উঠে সেটা দেখতে অপেক্ষা করতে হবে সন্ধ্যার খেলা পর্যন্ত।