মাঠে ফিরছেন সাকিব!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। এ সুযোগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন আমেরিকা। সেখান থেকে থাইল্যান্ড, ব্যাংক হয়ে অবশেষে রোববার দিবাগত রাতে ঢাকায় পা রাখেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সপ্তাহ খানেক আগে মিডিয়াকে জানান, নিউজ্যিান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলবেন সাকিব । হতে পারে এরই প্রস্তুতি নিতে তার দেশে আগমন।
ওদিকে আইপিএলও দরজায় কড়া নাড়ছে। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব। এবারের আইপিএল খেলবেন কিনা তা নিয়েও রয়েছে সন্ধেহ।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী সপ্তাহখানেক আগে সংবাদ মাধ্যমে জানান, ফেব্রুয়ারির ২-৩ তারিখে সাকিবের আঘাত পাওয়া আঙুলে এক্স-রে করা হবে। এক্স রে রিপোর্টের ভিত্তিতেই তার খেলার সম্ভাবনার কথা জানা যাবে।
প্রধান নির্বাচক আরো জানান, ‘সাকিবের সঙ্গে সম্প্রতি আমার টেলিফোনে কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে এখন আঙ্গুলের ব্যথা কম। বেশ ভালো অনুভব করছে।’
যদি তাই হয় তাহলে খুব দ্রুতই সাকিবকে মাঠে দেখা যাবে এমনটাই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।