সন্ধ্যায় ডিপিএলের ফাইনাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন সংযোজন করা হয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বিপিএলে স্থান না পাওয়া স্থানীয় সব ক্রিকেটাররা নিজেদের আলাদা করে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।
ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ আসর প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরের চিত্রটাটাই আলাদা। কাগজে কলমের তিন শীর্ষ দল আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ সেমিফাইনালে উঠতে পারেনি।
ফেবারিটের তকমাধারিদের মধ্যে টিকে আছে শুধুমাত্র শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি লিগের ফাইনালে শেখ জামালের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর।
সাধারণত ক্লাব ক্রিকেট ঘরে বসে দেখার সুযোগ কম হয়। এবার সেমিফাইনাল থেকে ক্রিকেট অনুরাগীরা এ আসরের খেলা দেখতে পারছেন টিভির পর্দায়। যা এবারের এই আসরকে ভিন্ন আমেজ এনে দিয়েছে।
যথারিতি আজ সোমবার টি-টোয়েন্টির ফাইনাল খেলাও গাজী টিভিতে দেখা যাবে।
এবার কিছু নতুন মুখ সহ কয়েকজন প্রতিষ্ঠিত ও পরিণত পারফরমার ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছেন। তাদের অন্যতম হলেন ফরহাদ রেজা। জাতীয় দলের এ সাবেক অলরাউন্ডার এবার প্রাইম দোলেশ্বরের অধিনায়ক। প্রায় প্রতি ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে প্রাইম দোলেশ্বরকে ফাইনালে তোলা ফরহাদ রেজা সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।
অন্যদিকে সেমির যুদ্ধে শাইনপুকুরের বিপক্ষে ২৯ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেখ জামালকে জয় এনে দিয়েছিলেন অলরাউন্ডার জিয়াউর রহমান। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা নুরুল হাসান সোহানের উইকেটকিপিং, ব্যাটিং এবং নেতৃত্বও শেখ জামালের বড় শক্তি।
আজকের ফাইনালে শেখ জামালের অন্যতম নির্ভরতা নাসির হোসেন। এ মেধাবী অলরাউন্ডার প্রথমে ফর্মহীনতা ও পরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে। বিপিএলে অপারেশনের ধকল কাটিয়ে তেমনভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও প্রিমিয়ার লিগে ভালো করতে প্রচুর পরিশ্রম করছেন নাসির। কোচ সোহেল আজকের ফাইনালে নাসিরের কাছ থেকে ভালো কিছু আশা করছেন।
একইভাবে প্রথম টি-টোয়েন্টি লিগের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ইমতিয়াজ তান্নাও আছেন আজকের ফাইনালে। শেখ জামালের এ ওপেনার আজ কি করেন, সেটাই দেখার বিষয়।
অন্যদিকে প্রাইম দোলেশ্বরের প্রধান চালিকাশক্তি ফরহাদ রেজা। এ অভিজ্ঞ অলরাউন্ডারের চৌকশ নৈপুণ্যে (৩২ রানে ৫ উইকেট ও ৮ বলে ২৪ রানের হার না মানা ইনিংস) প্রাইম ব্যাংককে হারিয়ে ফাইনালে আসে দোলেশ্বর। তাই আজকের ফাইনালেও প্রাইম দোলেশ্বরের আশা ভরসার কেন্দ্রবিন্দু ফরহাদ রেজা।
তবে ফরহাদ রেজা ছাড়াও দোলেশ্বরে আরাফাত সানি ও মার্শাল আইয়ুবের মতো প্রতিষ্ঠিত পারফরমার এবং ওপেনার সাইফ হাসান, সৈকত আলির মতো তরুণ ক্রিকেটারও রয়েছেন।
তাদের দল ফাইনালে নেই। তারপরও শাইনপুকুরের তরুণ সম্ভাবনাময় টপ অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও পর্যাপ্ত মেধা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারা শুভাগতহোমও এবারের টি-টোয়েন্টি লিগে দারুণ খেলেছেন। কিন্তু সেমির লড়াইয়ে জিয়ার অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে হার মানে তাদের দল শাইনপুকুর।
একইভাবে এনামুল হক বিজয়, আরিফুল হক, জাকির হাসান ও ছোট আল আমিনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটার থাকা সত্ত্বেও প্রাইম ব্যাংক কুলিয়ে উঠতে পারেনি প্রাইম দোলেশ্বরের সাথে। সেমিফাইনালে প্রাইম ব্যাংকের হয়ে একা লড়াই করেছেন জাতীয় দলের এক সময়ের অন্যতম ব্যাটিং স্তম্ভ অলক কাপালি । করেছেন ৩১ বলে ৫৫ রান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
গ্রুপপর্ব ও সেমিফাইনাল শেষে দেখা যায় তুলনামূলক সিনিয়র ও পরিণত পারফরমাররাই ম্যাচ ভাগ্য গড়ে দিচ্ছেন বেশি। সে কারণেই আজকের ফাইনালেও প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল-দুই দলই অভিজ্ঞতার দিকে তাকিয়ে।
শেষ পর্যন্ত এবারের ফাইনালে কার হাতে জয়ের ট্রফি উঠে সেটা দেখতে অপেক্ষা করতে হবে সন্ধ্যার খেলা পর্যন্ত।