বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

মার্কিন অভিনেতা লিউক পেরি আর নেই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

আমেরিকান অভিনেতা লিউক পেরি সোমবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন পেরির মিডিয়া ম্যানেজার আর্নল্ড রবিনসন। মৃত্যুর সময় এ অভিনেতার বয়স হয়েছিল ৫২ বছর।

গত বুধবার লস অ্যঞ্জেলেসে ‘রিভারডেল’ এর শুটিং করার সময় ম্যাসিভ স্ট্রোক হয় পেরির। তাকে সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। সোমবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সিডব্লিউ শো রিভারডেলের ফ্রেড অ্যান্ড্রুজ হিসেবে অভিনয় শুরু করেছিলেন লিউক পেরি। এরপর বেভারলি হিলস, ৯০২১০ এবং রিভারডেলে অভিনয়ের মধ্য দিয়ে বিখ্যাত হয়ে উঠে এ মার্কিন অভিনেতা।