যেখানে অধিনায়ক সাকিবই একমাত্র!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট ও ৪২ রান করে দলকে জিতিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। অষ্টম বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরমেটেই পাঁচ উইকেট শিকারের রেকর্ডও গড়েন তিনি।
অবশ্য সাকিব কাল শুধু তিন ফরমেটে পাঁচ উইকেটে নেয়ার একমাত্র রেকর্ডই নয়। ছুঁয়েছেন আরো দুই রেকর্ড। টি-টোয়েন্টির কোনো ম্যাচে ৪০+ রান ও পাঁচ উইকেট দখলের প্রথম কৃতিত্বও তার।
এছাড়া তৃতীয় আরো একটি রেকর্ড সাকিবের। এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬ বার পাঁচ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব একমাত্র সাকিবেরই।
