বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেই ইমন খানের এবার ‘হইলো না মন বান্ধা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

‘আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি দিয়ে শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছিলেন কণ্ঠশিল্পী ইমন খান। দীর্ঘদিন পর এ শিল্পী গেলো ছয় মাস আগে ধ্রুব মিউজিক কটেজে থেকে ‘ভুল মানুষের ঘর’ শিরোনামের গান প্রকাশ করেন তিনি। গানটির বেশ সাড়া পাবার পর আবারো একই ব্যানারে ‘হইলো না মন বান্ধা’ শিরোনামের গান নিয়ে হাজির হচ্ছেন ইমন। 

রিপন মাহমুদের কথায় গানটির সুর করেছেন ইমন খান নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও প্রডাকশন ব্ল্যাককেট স্টুডিও’র। গানটির ভিডিওতে মডেল হিসেবে আছেন আদর আহমেদ এবং সাফিসা নুপুর। থাকছেন ইমন খানের উপস্থিতিও। 

গানটি নিয়ে ইমন খান বললেন, গানের জগতে আমার শুরুটা হয়েছে স্কুল জীবন থেকেই। আমি গান করি মানুষের জন্য। গান মানুষকে হাসায়-কাঁদায়, আনন্দ দেয়, নতুন স্বপ্ন বুনতেও অনুপ্রাণিত করে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা  শ্রোতারাই বলবেন। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ৬ মার্চ বুধবার প্রতিষ্ঠানটি তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’ এ  ‘হইলো না মন বান্ধা’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে। পাশাপাশি এ গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।