প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন মশিউর ও বিপ্লব বড়ুয়া
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তিভিত্তিতে উপসচিব পদমর্যাদায় এ দুজনকে নিয়োগ দেয়ার প্রজ্ঞাপন জারি করে।
এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন গাজী হাফিজুর রহমান লিকু। অন্যদিকে মো. আরিফুজ্জামান নুরুন্নবী প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার।
তাদের নিয়োগ সংক্রান্ত আলাদা-আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
