শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ডা. ফিলিপের তত্ত্বাবধানে কাদেরের চিকিৎসা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৮ এএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ সময় রাত ৮টায়। সিঙ্গাপুরের সেলেটর নামে একটি বেসরকারি বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। 

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে সোমবার (৪ মার্চ) রাত ৮টা ৫৭ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

 

তিনি স্ট্যাটাসে জানান, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার ভালোই আছে। বর্তমানে তার প্রেসারের মাত্রা ওপরে আছে ১৩৫ এবং নিচে ৭৮। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পথেই আছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ ৩০০৮ এ ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয়।

সোমবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।