‘কালবেলা’র দায়িত্ব স্ত্রীকে দিয়ে গেছেন টুটুল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান।মৃত্যুর আগে তার শেষ চলচ্চিত্র ‘কালবেলা’র কাজ শেষ করে যেতে পারেননি। এই বাকি কাজের দায়িত্ব দিয়ে গেছেন তার সহধর্মীনি মোবাশ্বেরা খানমকে। বিষয়টি জানিয়েছেন মোবাশ্বেরা খানম নিজেই।
কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমের সামনে সাইদুল আনাম টুটুলের স্ত্রী মোবাশ্বেরা খানম বলেন, 'টুটুল একেবারে প্রচারবিমূখ মানুষ ছিল। কিন্তু নৈতিকতার প্রশ্নে আপসহীন ছিল পুরোপুরি। কোনো আর্থিক সুবিধা তার প্রয়োজন হয়নি। এজন্য আমি এবং আমার সন্তানেরা তাকে নিয়ে গর্ব করি।'
সাইদুল আনাম টুটুলের নির্মাণাধীন ছবি ‘কালবেলা’ প্রসঙ্গে মোবাশ্বেরা খানম বলেন, ‘আজকে আপনারা যারা এখানে আছেন, তারা অনেক গুণের কথা বলছেন। আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তার বেদনা ছিল। সেই বেদনাকে শুধু এইভাবে ব্যক্ত করবো এবং গ্রহণ করবো। নিজের অসমাপ্ত কাজের (‘কালবেলা’ ছবির) গুরুদায়িত্ব আমাকে দিয়ে গেলেন।’
বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় বরেণ্য এই পরিচালককে।
শহীদ মিনারে বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী এই নির্মাতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, অভিনয়শিল্পী, নাট্যপরিচালক, চলচ্চিত্র পরিচালক, উদ্যোক্তা, টেলিভিশন ব্যক্তিত্বসহ অনেক শ্রেণি–পেশার মানুষের উপস্থিত ছিলেন।
