শতক রেকর্ডে ফেদেরার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

সুইস খেলোয়াড় রজার ফেদেরার। গ্রিক তরুণ স্তেফানোস সিতসিপাসকে দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে হারিয়ে ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়লেন তিনি।
উন্মুক্ত যুগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমন কীর্তি গড়লেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। এর আগে যুক্তরাষ্ট্রের জিমি কনরস ১০০টি শিরোপা জিতে শেষ পর্যন্ত ১০৯ এ থামেন।
২০ বছর বয়সী এই সিতসিপাসের বিপক্ষেই গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে অঘটনের শিকার হয়েছিলেন ফেদেরার।
জয়ের পর ফেদেরার বলেন, ‘আমি ভীষণ খুশি। দুবাইতে অষ্টম জয়ের পর সবমিলিয়ে ১০০তম শিরোপা ঘরে তুললাম।’
সেরা ১০ শিরোপাধারীর তালিকা- জিমি কনরস-১০৯, রজার ফেদেরার-১০০, ইভার লেন্ডেল-৯৪, রাফয়েল নাদাল-৮০, জন ম্যাকেনর-৭৭, রড লেভার-৭৪, নোভাক জোকোভিচ-৭৩, বিয়ন বোর্গ-৬৪, পিট সার্ম্পাস-৬৪, গিলর্মো ভিয়াস-৬২।